প্রচ্ছদ হেড লাইন দুই মামলায় খালেদার গ্রেফতারি পরোয়ানা কার্যকরের নির্দেশ

দুই মামলায় খালেদার গ্রেফতারি পরোয়ানা কার্যকরের নির্দেশ

ভুয়া জন্মদিন পালন ও পতাকা অবমাননার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার পৃথক দুই আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৫ জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন।

এর মধ্যে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে ভুয়া জন্মদিন পালন মামলায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম এবং পতাকা অবমাননা মামলায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ আদেশ দেন।

এদিন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতের বিএনপি চেয়ারপার্সনের জামিন আবেদন করেন।

অন্যদিকে, জামিনের বিরোধীতা করে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, দুই মামলাই খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেফতারি পরোয়ানাটি এখনও কার্যকর করা হয়নি। আগে পরোয়ানা কার্যকর করা হোক তারপর জামিন শুনানি।

পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত গ্রেফতারি পরোয়ানা কার্যকরের আদেশ দেন।

প্রসঙ্গত, খালেদা জিয়ার বিরুদ্ধে এই দুটি মামলার মধ্যে বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে মামলাটি হয় ২০১৬ সালের ৩ নভেম্বর। এর আগে একই বছরের ৩০ আগস্ট ভুয়া জন্মদিন পালনের মামলাটি করা হয়।