প্রচ্ছদ বিনোদন দীপিকার বিবাহ-পূর্ব আনুষ্ঠানিকতা শুরু

দীপিকার বিবাহ-পূর্ব আনুষ্ঠানিকতা শুরু

আর ক’দিন পরেই ইতালির লেক কোমোর ডেল বাল্বিনেলো ভিলায় বলিউড তারকা রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ের আনুষ্ঠািনকতা শুরু হবে। নভেম্বরের ১৪ ও ১৫ তারিখ সিন্ধি ও কন্নড়—দুই রীতিতেই তাদের বিয়ে হবে।

তার আগে শনিবার ভারতের বেঙ্গালুরুর দীপিকার বাড়িতে ঐতিহ্যবাহী নন্দী পূজার আয়োজনের মধ্য দিয়ে বিয়ে উদযাপন শুরু করলেন ‘রামলীলা’ খ্যাত এই তারকা।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর দীপিকার স্টাইলিস্ট শালিনা নাথানি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি স্থিরচিত্র শেয়ার করেন। এর একটির ক্যাপশনে লেখা, ‘নতুন সূচনার পথে।’

এতে দেখা গেছে, সব্যসাচী মুখার্জির ডিজাইন করা কমলা রঙা পোশাকে দ্যুতিময় লাজুক হবু কনের মতো লাগছে দীপিকাকে। তার কানে সোনা ও মুক্তার দুল।

আরেকটি ছবিতে বন্ধুদের সঙ্গে দীপিকার মুখে দেখা যাচ্ছে প্রাণখোলা হাসি। এর ক্যাপশনে তার স্টাইলিস্ট লিখেছেন, ‘তোমাকে খুব ভালো লাগছে।’

দীপিকার বিয়ের পূজায় উপস্থিত ছিলেন মেকআপ শিল্পী গ্যাব্রিয়েল জিওর্জিউ । তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এই পূজায় থাকতে পেরে সম্মানিত বোধ করছি আমি। একটি নতুন অধ্যায়ের শুরু।’

জানা গেছে , সব্যসাচী মুখার্জির ডিজাইন করা পোশাক পরে রণবীর সিংয়ের সঙ্গে মালাবদল করবেন দীপিকা। নন্দী পূজার পর সব্যসাচী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রিয় দীপিকা, তোমার নতুন ও রোমাঞ্চকর পথচলা মাত্র শুরু হলো। আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য শুভকামনা থাকবে সবসময়।’

গত ২১ অক্টোবর টুইটারে বিয়ের তারিখ ঘোষণা করেন রণবীর ও দীপিকা। হিন্দি ও ইংরেজি ভাষায় তারা শুভ খবর দেন।

সঞ্জয়লীলা বানসালির তিনটি ছবিতে তারা একসঙ্গে অভিনয় করেছেন। সেই ছবিগুলো হলো ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’।