প্রচ্ছদ আজকের সেরা সংবাদ তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ভোটগ্রহণ ২৪ মার্চ

তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ভোটগ্রহণ ২৪ মার্চ

আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে আরও ১২৭ উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

আসাদুজ্জামান বলেন, তৃতীয় ধাপে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ।

এর আগে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ ও দ্বিতীয় ধাপে ১২২ উপজেলায় ১৮ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা আছে।

এছাড়া চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং বাকি উপজেলাগুলোতে ১৮ জুন ভোটগ্রহণ করা হবে।