প্রচ্ছদ আজকের সেরা সংবাদ তিনভাবে নকল প্রসাধনী তৈরি হচ্ছে চকবাজারে: সারোয়ার আলম

তিনভাবে নকল প্রসাধনী তৈরি হচ্ছে চকবাজারে: সারোয়ার আলম

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

মোড়ক নামি দামি ব্র্যান্ডের, কিন্তু প্রসাধনী তৈরি হচ্ছে খোদ পুরান ঢাকায়। আবার চীন থেকে নকল পণ্য বানিয়ে এনে দেশে করা হচ্ছে প্যাকিং। পুরান ঢাকায় ভেজালবিরোধী অভিযানে এমনই এক প্রতিষ্ঠানের সাড়ে ৩ কোটি টাকার প্রসাধনী জব্দ করেছে র‌্যাব। এ সময় ৫ জনকে ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পুরান ঢাকার চকবাজারে মৌলভীবাজার টাওয়ারের তাকওয়া এন্টারপ্রাইজ। বিশ্বের নামিদামি প্রায় সব ব্র্যান্ডের প্রসাধনীই মিলবে সেখানে।

কিন্তু নেপথ্যের কাহিনী আতঙ্কিত হওয়ার মতো। র‌্যাবের দীর্ঘদিনের অনুসন্ধানে উঠে এসেছে এখানকার বেশিরভাগ পণ্যই নকল।

প্রতিষ্ঠানটির গুদামে গিয়ে দেখা যায়, বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মোড়ক, দেশে তৈরি ভেজাল প্রসাধনী এসব মোড়কে পোরা হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘এক হচ্ছে তারা চীনের থেকে এসব নকল পণ্য তৈরি করে নিয়ে আসে। আরেকটা হচ্ছে চায়না থেকে খালি ক্যানগুলো নিয়ে এসে এখানে এসে রিফিল করে। আর তৃতীয়ত হচ্ছে এখানকার খালি বোতলগুলোতে রিফিল করে তারা বাাজারে ছাড়ে।’

বিএসটিআই ফিল্ড অফিসার শরীফ হোসেন বলছে, মানহীন এসব পণ্য ব্যবহারে চর্মরোগসহ নানা ধরনের শারীরিক জটিলতার শঙ্কা রয়েছে।

দোকান মালিকরাও স্বীকার করে নিলেন, অতি মুনাফার আশায় এ ধরনের কাজ করে আসছেন তারা।

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানায় র‌্যাব।