স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ ॥
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন সম্পাদক মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বলেছেন, আমাদেরকে তাকওয়ার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে।
তিনি রোববার (১৬মার্চ) বিকেলে মাদরাসা দারুল উলুম মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সমাজের সর্বস্তরে সংস্কার করতে হবে ব্যাক্তি পর্যায় থেকে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে এমনকি রাজনৈতিক দলগুলোরও সংস্কার করতে হবে। এসব সংস্কার করতে হলে আমাদেরকে চাঁদাবাজি, মিথ্যা,জুলুম, টেন্ডারবাজি বন্ধ করতে হবে তাহলেই প্রকৃত রাষ্ট্র সংস্কার সম্ভব।
জমিয়তে উলামায়ে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি, মুফতি শামসুল আরেফিন খান সা’দি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ওবায়দুল্লাহর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা উত্তর এর সভাপতি মুফতি আমিনুল ইসলাম কাসেমি, সাভার উপজেলার সভাপতি মুফতি আলি আশরাফ তৈয়্যব, সাধারন সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূর, সাবেক জেলা শিক্ষা অফিসার আব্দুল মোন্নাফ খান, ওলিয়ার রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভুইয়া হাবু, জাতীয় ইমাম সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম খান, এনপিআইয়ের পরিচালক ইঞ্জিনিয়ার ফারুক আহাম্মেদ, মাওলানা আশরাফুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট জন।