প্রচ্ছদ হেড লাইন ঢাকা মুসলিম বিশ্বে নেতৃত্বের ভূমিকা রাখতে পারে : মোমেন

ঢাকা মুসলিম বিশ্বে নেতৃত্বের ভূমিকা রাখতে পারে : মোমেন

দিল্লিতে সাম্প্রতিক সহিংসতার জেরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতার প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অতিথির কাছে বাংলাদেশের ’জনগণের প্রত্যাশা ও ইচ্ছার’ প্রতিফলন চান। তবে জনগনের প্রত্যাশা বা ইচ্ছার বিষয়ে মন্ত্রী স্পষ্ট করে কিছু বলেননি। মোদির ১৭ই মার্চের সফরসহ দুই দেশের মধ্যকার ইস্যুগুলো নিয়ে আলোচনার আজ ঢাকা আসছেন ভারতের নব নিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। দিনের শুরুতে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ক একটি সেমিনারে বক্তৃতা করবেন। দুপুরের পর তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। ওই বৈঠকে দিল্লি পরিস্থিতি নিয়ে আলোচনার আভাস মিলেছে।
পররাষ্ট্র মন্ত্রী যা বলেছেন: রোববার রাষ্ট্রীয় অতিথি ভবনের অনুষ্ঠান শেষে মোদীর আগমন নিয়ে বাংলাদেশে প্রতিবাদ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী ড. মোমেন বলেন, আমরা আমাদের নিয়মে মেহমানদারি যা করার তা করব, সম্মান আমরা দিব। মেহমান যিনি রাজি হয়েছেন আসবার, মেহমানকে আমরা সম্মান দিব।

তবে আমরা এটুকু আশা করব, আমাদের মেহমানরা আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশা এবং জনগণের ইচ্ছা এগুলোর ব্যাপারে একটা ভালো অবস্থান নেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপন করবে বাংলাদেশ; বছরব্যাপী এই অনুষ্ঠানমালা শুরু হবে বঙ্গবন্ধুর জন্মদিন আগামী ১৭ মার্চ।
মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, যার মধ্যে প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী মোদীও রয়েছেন।

এর মধ্যে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ ঘিরে গেল সপ্তাহে রাজধানী দিল্লিতে হিন্দু-মুসলিম সহিংসতায় ৪০ জনের বেশি মানুষ নিহত হন। মুসলমানদের ওপর নির্যাতনের খবর সংবাদমাধ্যমে আসার পর মোদীর ঢাকা সফর বাতিলের দাবি তুলেছে বিভিন্ন সংগঠন।
বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে ‘সাম্প্রদায়িক আখ্যা’ দিয়ে তারা বলছেন, মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আনা হলে বঙ্গবন্ধুকে অপমান করা হবে। তবে ভারতের প্রধানমন্ত্রী মোদী ওই অনুষ্ঠানে আসছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন আসবেন। আমরা দাওয়াতও দিয়েছি।
আগামীকাল (আজ)ভারতের পররাষ্ট্র সচিব আসবেন বিস্তারিত আলাপ করার জন্য। বাকি অনেক কিছু নিয়ে আলাপ হবে। দিল্লির সংঘাত বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হবে কি না- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।