প্রচ্ছদ রাজনীতি নির্বাচন ড. কামালের ৭ নেতা পেলেন ধানের শীষ

ড. কামালের ৭ নেতা পেলেন ধানের শীষ

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের ৭ নেতাকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে ভোট করবেন।

শনিবার সন্ধ্যায় এই মনোনয়ন দেয়া হয় বলে পরিবর্তন ডটকমকে জানিয়েছেন গণফোরামের মিডিয়া কর্মকর্তা রফিকুল ইসলাম পথিক।

তিনি জানান, এবারের নির্বাচনে তাদের দলের ১২ জন নির্বাচনে অংশ নিবেন। এর মধ্যে ৮ জন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ধানের শীষ প্রতীকে গণফোরামের যে ৮ নেতা নির্বাচন করবেন, তারা হলেন, ঢাকা-৭ আসনে মোস্তফা মুহসীন মন্টু, ঢাকা-৬ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মৌলভীবাজার-২ সুলতান মোহাম্মদ মনসুর, পাবনা-১ অধ্যাপক আবু সাইয়্যিদ, হবিগঞ্জ-১ ড. রেজা কিবরিয়া, ময়মনসিংহ-৮ অ্যাডভোকেট এএইচএম খালিকুজ্জামান ও কুড়িগ্রাম-৪ আসনে মেজর জেনারেল (অব.) আ ম সা আমিন।

রফিকুল ইসলাম পথিক আরও জানান, খাগড়াছড়িতে আমজাদ হোসেন চৌধুরী, চাঁদপুর-১ আজাদুর রহমান, সুনামগঞ্জ-৫ করম আলী এবং রাজবাড়ীর একটি আসন থেকে মো. আজহার গণফোরামের দলীয় প্রতীক নিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

এর আগে গতকাল শুক্রবার বিএনপি ২০৬ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন।

উল্লেখ্য, তফসিল অনুসারে, আগামীকাল রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পরের দিন ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর ভোট হবে ৩০ ডিসেম্বর।