প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে গর্ববোধ করছি: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে গর্ববোধ করছি: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (নিরাপত্তা আইন) করতে পারায় আমি গর্ববোধ করছি। বাংলাদেশের মতো দেশ এ আইনটি প্রণয়ন করেছে। এজন্য গর্ববোধ করছি বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘চতুর্থ শিল্পবিপ্লব- আমরা কি প্রস্তুত’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

মোস্তাফা জব্বার বলেন, আইনটি প্রণয়নের জন্য কয়েকবার গালাগ‍াল খেয়েছি। পৃথিবীর অন্যান্য দেশকেও এখন আমাদের অনুসরণ করতে হবে। এ আইন কপি করা ছাড়া তাদের বিকল্প রাস্তা নেই।

তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় বিপ্লব হওয়ার সময় আমরা ছিলাম না। তৃতীয় বিপ্লবের সময় আমরা টের পাইনি। কিন্তু চতুর্থ বিপ্লবে আমরাই নেতৃত্ব দেব। আমাদের নেতৃত্বে চতুর্থ শিল্পবিপ্লব হবে।