প্রচ্ছদ সারাদেশ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর খেলার মাঠ ও প্রস্তাবিত স্টেডিয়াম পরিদর্শণ করলেন যুব ও ক্রীড়া...

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর খেলার মাঠ ও প্রস্তাবিত স্টেডিয়াম পরিদর্শণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রি

গোপালগঞ্জ প্রতিনিধি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কালিন স্মৃতি বিজড়িত খেলার মাঠটিকে সংরক্ষন করার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি। মাঠটিকে খেলার মাঠসহ সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এবং টুঙ্গিপাড়াতে একটা স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে আমরা সরোজমিনে এসেছি। আসা করছি অচিরেই আমরা এ মাঠটি সংরক্ষনের জন্য কাজ শুরু করবো।
আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শৈশবের খেলার মাঠ পরিদর্শণ শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধীসৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এরপর মন্ত্রী টুঙ্গিপাড়ার মল্লিকের মাঠ এলাকায় প্রস্তাবিত স্টেডিয়াম, শেখ জামাল যুবও প্রশিক্ষন কেন্দ্র, শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম, শেখ মনি স্টেডিয়াম, মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শণ করেন।
এসময় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. জাফর উদ্দিনসহ মন্ত্রনালয়ের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।