প্রচ্ছদ খেলাধুলা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান, দশে বাংলাদেশ

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান, দশে বাংলাদেশ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টির সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে শুক্রবার। এবারের তালিকায় আছে ৮০টি দল। যেখানে আছে দশম স্থানে বাংলাদেশ আর সবার শীর্ষে আছে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান।

শীর্ষে থাকা পাকিস্থানের রেটিং পয়েন্ট ২৮৬। ২৬২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। সমান ২৬১ পয়েন্ট নিয়ে তিন ও চারে দুই চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই দুইয়ের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে ভারত। ছয়ে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ২৫৪। সাতে থাকা আফগানদের পয়েন্ট ২৪১।

রশিদ-নবীরা পেছনে ফেলেছেন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো টি-টোয়েন্টি শক্তিকেও। ২২৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে ক্যারিবিয়ানরা। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে আটে লঙ্কানরা।

ওয়ানডে ক্রিকেটে দারুণ করলেও টি-টোয়েন্টিতে এখনো সেভাবে নজর কাড়তে পারেনি বাংলাদেশ। ২২০ পয়েন্ট নিয়ে দশে টাইগাররা।