প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ টাকার বিনিময়ে ছলচাতুরী করে নিয়োগ দিলেন প্রধান শিক্ষক ও সভাপতি

টাকার বিনিময়ে ছলচাতুরী করে নিয়োগ দিলেন প্রধান শিক্ষক ও সভাপতি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ঃ নির্বচিত কমিটির মতামত মিটিং ও রেজুলেশন ছাড়াই চুপিসারে একজন অফিস সহকারীকে নিয়োগ দিলেন বিদ্যালয় কতৃপক্ষ। ঘটনার বিবরনে জানা যায় যে ডোমার উপজেলার উত্তর ভোগডাবুরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রুহুল আমিন মে মাসের ৪ তারিখে জরুরী মিটিং ডাকিয়ে সেই মিটিং এ অফিস সহকারী হিসাবে আব্দুর সালামকে নিয়োগ দেন এবং অনুমোদন রেজুলেশনে ম্যানেজিং কমিটির সদস্যদের সাক্ষর করার জন্য চাপ দেন। এক পর্যায়ে সদস্য জাকির হোসেন স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করেন এবং প্রধান শিক্ষকের কাছে জানতে চান আপনি কোন দিন বিজ্ঞপ্তি দিলেন আর কোন দিন পরীক্ষা হল আর কোন দিন রেজুলেশন করলেন তা আমি জানতে পারলাম না। প্রধান শিক্ষক কোন উত্তর না দিয়ে চুপ থাকেন অন্য দিকে সভাপতির জামাই মোজাহেদুল ইসলাম বুলবুল ৩ জন সদস্যকে আব্দুল খালেক, দুলাল হোসেন ও মনছুর আলীকে চাপ দিয়ে অনুমোদন রেজুলেশন স্বাক্ষর করিয়ে নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতি ও দুই জন সদস্য ৫ লক্ষ টাকার বিনিময়ে চুপিসারে উপরমহলকে ম্যানেজ করে ভূয়া কাগজ পত্র সাজিয়ে জনৈক আব্দুস সালামকে নিয়োগ দেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে তিনি জানান যে, সব সদস্যর মতামত ও স্বাক্ষর নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ কমিটি ও নিয়োগ অনুমোদন দেওয়া হয়। এখানে কোন ছলচাতুরী করা হয়নি কাগজে কথা বলবে। সদস্য জাকির হোসেনের স্বার্থে ব্যাঘাথ ঘটছে বলে তিনি এই সব বলে বেরাচ্ছেন।