প্রচ্ছদ সারাদেশ ময়মনসিংহ বিভাগ ঝিনাইগাতীতে সামাজিক বনের কোটি টাকার বৃক্ষ হরিলটের অভিযোগ

ঝিনাইগাতীতে সামাজিক বনের কোটি টাকার বৃক্ষ হরিলটের অভিযোগ

আরএম সেলিম শাহী, শেরপুর : শেরপুরে ঝিনাইগাতীতে সামাজিক বনের কোটি টাকা মূল্যের বৃক্ষ হরিলুটের অভিযোগ উঠেছে। এ অভিযোগ বনের অংশীদারদের। জানা গেছে, উপজেলা রাংটিয়া রেঞ্জের গজনী বিটের হালচাটি, গজনী, নওকুচি, গান্ধিগাঁও, বাকাকুড়াসহ বিভিন্ন স্থানের সামাজিক বনের উডলট বাগান ও শালগজারী বনের কোটি টাকা মূল্যের বৃক্ষ হরিলুট করা হয়। এসব এলাকায় সরকারী অর্থে বন বিভাগের উদ্যোগে বিভিন্ন সময় সামাজিক বন সৃজন করা হয়। এসব বৃক্ষ নিলামে বিক্রি করার নিয়ম থাকলেও তা না করে বন কর্মকর্তা-কর্মচারীরা গোপনে তা বিক্রি করে দেয়। এ ব্যাপারে গজনী ফরেষ্ট বিট এলাকার সামাজিক বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুলাল মিয়া সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে অনুসন্ধানে গিয়ে কোটি টাকা মূল্যের বৃক্ষ লুটপাটের দৃশ্য অবলোকন করা গেছে। এ ব্যাপারে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। ফোনও ধরেননি তিনি। ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিন ও শেরপুরের সহকারী বন সংরক্ষক ড.প্রাণতোষ রায়ের সাথে কথা হলে তারা বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।