প্রচ্ছদ সারাদেশ রাজশাহী বিভাগ জয়পুরহাট র‌্যাব কর্তৃক পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট র‌্যাব কর্তৃক পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

এস.ডি সাগর, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট র‌্যাব-৫ কর্তৃক ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলিসহ জামাল হোসেন (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুরের হাকিমপুরের দরন্দা ফকিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী জামাল হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রতœাদিঘী (ভাদুরিয়া) গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন জানান, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল দরন্দা ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় সীমান্ত এলাকা হতে আগত একজন ব্যক্তিকে সন্দেহ হলে তাকে চ্যলেঞ্জ করে তাহার দেহ তল্লাশী করে শরীরের মধ্যে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি সহ অস্ত্র ব্যবসায়ী জামাল হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ আগ্নেয়াস্ত্র পাশর্^বর্তী দেশ ভারত হইতে অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন সন্ত্রাসীগোষ্ঠী ও দুস্কৃতিকারীদের নিকট বিক্রি করে আসছিল বলে স্বীকার করে।

আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।