প্রচ্ছদ এক্সক্লুসিভ সংবাদ জেনে নিন নারীদের কিছু কমন মিথ্যা কথা

জেনে নিন নারীদের কিছু কমন মিথ্যা কথা

নারীরা প্রায়ই মিথ্যা কথা বলেন। তবে কাউকে কষ্ট দেয়া অথবা তার পুরুষ পার্টনারের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য মিথ্যা বলেন না। পরিবেশ পরিস্থিতি বুঝেই তারা এমনটি করেন। বিশেষ করে নারীরা যখন অযথা যুক্তিতর্ক এড়িয়ে চলতে চান ঠিক তখনি তারা মিথ্যার আশ্রয় নেন।

নারীরা যেসব বিষয়ে মিথ্যা বলে তার মধ্যে জনপ্রিয় ১৩টি মিথ্যা সম্পর্কে জেনে নিন-

১. যখন কোন পুরুষ তার প্রেমিকার কাছে জানতে চায়-তুমি কি আমার ফোন কলের জন্য অপেক্ষা করছিলে?

প্রেমিকার উত্তর-কই নাতো, আমিতো তোমার ফোন কলের জন্য মোটেও অপেক্ষা করছিলাম না।

২. প্রেমিক যখন ভালবাসার মানুষের কাছে জানতে চায়- সে তাকে ভালবাসে কিনা?

ললনার সহজ সরল জবাব- আমি তোমাকে সত্যিই অনেক পছন্দ করি। কিন্তু এই পছন্দ কখনো ভালবাসায় রুপান্তরিত হবে তা জানি না।

৩. ভালবাসার গভীরতা বুঝাতে প্রেমিকের প্রতি নারীদের সহজ উক্তি- আমি চাইলে যে কারো সাথে বিছানায় যেতে পারি। ‍কিন্তু সে পারসনটা হচ্ছো একমাত্র তুমি।

৪. প্রেমক-প্রেমিকা একসাথে কোন রেস্টুরেন্টে খেতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরাই বিল পরিশোধ করে। এক্ষেত্রেও মেয়েরা বলে থাকে- দেখ, খাবারের বিলটা কিন্তু আমি শেয়ার করব। তুমি সব সময়ই বিল দিবা তা হতে পার না।

৫. প্রেমিকা- আমি সত্যিই কখনো ভাবতে পারি না যে, তোমার বিল দেয়াটাকে আমি খুবই পছন্দ করি।

৬. নারীর কাছে সেক্স হচ্ছে একটি মজার বিষয়!

৭. ছেলের চোহারা সুরত খুব একটা সুন্দর না। তবে সে অনেক ধনী। তাই ছেলে সৌন্দর্যের কথা না ভেবে ধনসম্পদকে গুরুত্ব দেয় নারীরা। কারণ সে ভাবে এই ছেলেকে বিয়ে করলে নিরাপদ জীবনের নিশ্টয়তা পাওয়া যাবে। কিন্তু ছেলেকে বোঝায় সে তাকে অনেক ভালবাসে।

৮. প্রেমের শুরুতে পুরুষের প্রতি নারীর অনুরোধ-আমি তোমার কাছ থেকে সম্বোধনসূচক পেতে চাই না এবং তোমাকে কখনোই বিরক্ত করব না।

৯. রোমান্টিক মুহূর্তে নারী- তুমিই হচ্ছো সেই পুরুষ যাকে আমি এতদিন চেয়েছি।

১০. প্রেমকিা যখন ইমোশনাল-যদি আমি তোমার সাথে বাইরে না যাই ঠিকই তুমি কাউকে খুঁজে নেবে।

১১. ব্রেকআপের সময় নারীর অজুহাত- তোমার কোন দোষ নাই। সব দোষ আমারই।

১২. বিয়ের পর নারী- শ্বশুর বাড়িতে ভালই আছি। যতযাই হোক তারাতো আমার ফ্যামিলি।

১৩. সম্পর্কে শুরুতে নারীর ভাষ্য, তুমি যদি আমার বন্ধু হতে চাও তাহলে কোন আপত্তি নাই। আমিও বন্ধুত্বের কথা ভাবছি। কমপ্লিকেটেড জিনিস ভাল লাগে না।