প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণসভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণসভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম প্রয়াণ দিবস উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরীতে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।শুক্রবার বিকালে বানিয়াজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত নজরুল প্রমিলা মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করে বানিয়াজুরী নজরুল-প্রমিলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াজুরী ইউনিয়ন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নীনা রহমান।

বানিয়াজুরী নজরুল-প্রমিলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক ডাক্তার মো. আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে কবি নজরুল ইসলামের ওপর আলোচনায় প্রধান আলোচক ছিলেন অধ্যাপক আবুল শিকদার। আলোচনায় আরো অংশ নেন- ভাষা সৈনিক মীরান উদ্দিন আহমেদ, নারী নেত্রী শ্রীমতি লক্ষী চ্যাটার্জী, বানিয়াজুরী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কালী দাস সাহা, মো. হায়দার আলী, কমরেড দুলাল বিশ্বাস, কলামিস্ট পারভেজ বাবুল প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি। এতে জেলা, উপজেলা ও স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। এ ছাড়া নজরুল ইসলামের জীবনী নিয়ে হৃদয়ে নজরুল নামের একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে।