প্রচ্ছদ শিক্ষাঙ্গন ছুটি শেষে ইবি খুলছে আজ

ছুটি শেষে ইবি খুলছে আজ

দীর্ঘ ১৪ দিনের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খুলছে আজ সোমবার।

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে। আগামীকাল মঙ্গলবার থেকে যথানিয়মে ক্লাস পরীক্ষা শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ জানান, আজ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। এ ছাড়া সব প্রকার একাডেমিক কার্যক্রম শুরু হবে কাল মঙ্গলবার থেকে।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. আতিকুর রহমান জানান, পূর্ব নির্ধারিত প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আজ বেলা ১১টায় শিক্ষার্থীদের জন্য আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে। শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে হলের খাতায় নাম রেজিস্ট্রি করে নিজ নিজ হলে প্রবেশ করতে পারবেন।

প্রসঙ্গত, ক্যালেন্ডার অনুযায়ী জাতীয় শোক দিবস ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৪-২৭ আগস্ট পর্যন্ত ১৪ দিনের ছুটির ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া ১৬ আগস্ট হল বন্ধ ঘোষণা করে দুপুর ১২টায় হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।