প্রচ্ছদ রাজনীতি ছাত্রদের ওপর ভর করে সরকার হটানোর অপচেষ্টা করা হচ্ছে : সেতুমন্ত্রী

ছাত্রদের ওপর ভর করে সরকার হটানোর অপচেষ্টা করা হচ্ছে : সেতুমন্ত্রী

শিক্ষার্থীদের দাবি পূরণে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের ওপর ভর করে সরকার হটানোর অপচেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (০৩ আগস্ট) সকালে ধানমন্ডিতে দলীয় সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। অপরাধীদের শাস্তির আওতায় আনতে সরকারের কোনো গাফলতি নেই বলেও মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত ৫ দিন অতিক্রান্ত হয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলনে সরকার কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করেনি। আমরা প্রথম থেকেই এই পরিস্থিতিতে অ্যাক্টিভ ছিলাম। এখনও আমরা অ্যাক্টিভ আছি।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ৯ দফা দাবি, এটা পাবলিকের পক্ষে বলে মেনে নিয়েছি। এখানে এমন একটিও দাবি নেই যেটা মানতে অপারগতা প্রকাশ করেছি। সবকটি দাবি মেনে নিয়েছি। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়ির মালিক, চালক ও হেলপার প্রত্যেকেই গ্রেফতার করা হয়েছে। একজনকে রিমান্ড নেওয়া হয়েছে। বাকিরা কাস্টডিতে রয়েছে।’

তিনি বলেন, ‘গত নয় বছরে বিএনপি-জামায়াত ৯ মিনিটও আন্দোলন করতে পারেনি। তারা কোটা আন্দোলনের ওপর ভর করেও সফলতা পায়নি। এখন কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়কের যৌক্তিক আন্দোলনের ওপর সওয়ার হয়েছে। যৌক্তিক দাবিকে অযৌক্তিক পথে নিয়ে যাওয়া ও ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চক্রান্ত লক্ষ্য করছি।’

কাদের বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, তারা যেন জনগণের স্বার্থে, নিজেদের লেখাপড়ার স্বার্থে ও ভবিষ্যতের স্বার্থে শান্ত থাকে। এরজন্য শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সবাইকে এই যৌক্তিক দাবি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য সাহায্যের আহ্বান জানাচ্ছি।’