প্রচ্ছদ জাতীয় চেন্নাইয়ে আটকেপড়া আরও ১৬৬ বাংলাদেশি ফিরল

চেন্নাইয়ে আটকেপড়া আরও ১৬৬ বাংলাদেশি ফিরল

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

ভারতের চেন্নাইতে আটকেপড়া আরও ১৬৬ বাংলাদেশি দেশে ফিরেছে। এ নিয়ে পাঁচ ফ্লাইটে চেন্নাই থেকে মোট ৮২৭ জনকে দেশে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্স।   

আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ৪৮ মিনিটে  চেন্নাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন।

 আজ শনিবার (২৫ এপ্রিল) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, চেন্নাইয়ে ১৬৬ জন আটকেপড়া বাংলাদেশি নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ দুপুর ২টা ৪৮ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ভারতের চেন্নাই শহরে চিকিৎসার জন্য গিয়ে আটকেপড়া বাংলাদেশের অনেক যাত্রী। এ পরিস্থিতিতে ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আটকেপড়া বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ গ্রহণ করে। বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনতে সহযোগিতার হাত বাড়ায় ইউএস-বাংলা।