প্রচ্ছদ আর্ন্তজাতিক চীনে ২৯ বিদেশী করোনভাইরাসে আক্রান্ত

চীনে ২৯ বিদেশী করোনভাইরাসে আক্রান্ত

A passenger who disembarked from the quarantined Diamond Princess cruise ship peeks out of a bus window Wednesday, Feb. 19, 2020, in Yokohama, near Tokyo. Hundreds of passengers began leaving the cruise ship Wednesday after the end of a much-criticized, two-week quarantine that failed to stop the spread of a new virus among passengers and crew. (AP Photo/Jae C. Hong)
চীনে ২৯ জন বিদেশি নাগরিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০ জনই হুবেই প্রদেশে রয়েছেন। দেশটির স্টেট কাউন্সিল ইনফমেসন অফিসের বরাদ দিয় খবরটি নিশ্চিত করা হয়েছে।

মোট আক্রান্ত ২৯ জনের মধ্যে দুইজন ইতিমধ্যে মারা গেছেন। ১৮ জন হাসপাতাল থেকে ছাড়া পেলেও ৯ জন এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্টেট কাউন্সিল এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের কর্মকর্তা লিয়ান ওয়েলিয়াং বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, আক্রান্ত বিদেশী নাগরিকদের ব্যপারে তাদের নিজ দেশীয় দূতাবাস বা কনস্যুলেটদের অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত চীনের মূল ভূখন্ডে করোনাভাইরাস রোগীর সংখ্যা ৭৪ হাজার ৫৭৬ জন ও সারা বিশ্বে মোট ৭৫ হাজার ৬৭৪ জনে দাড়িয়েছে।