প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি চীনের করোনা ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন

চীনের করোনা ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

বিশ্বজুড়ে মহমারি করোনাভাইরাসের চিকিৎসায় চীনের তৈরিভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়ে ছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। এর ফলে বাংলাদেশে তৃতীয় ধাপের ট্রায়াল হতে যাচ্ছে ভ্যাকসিনটির।

রোববার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিএমআরসির পরিচালক ডা. মাহমুদ-উজ-জাহান বলেন, ‘চীনের তৈরি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশে করার অনুমতি চেয়েছিল বেইজিং। বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে এ সংক্রান্ত জাতীয় কমিটি।’
ডা. মাহমুদ-উজ-জাহান জানান, প্রাথমিকভাবে সরকারি সাত-আটটি কোভিড হাসপাতালে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করার কথা রয়েছে।