প্রচ্ছদ সারাদেশ নীলফামারীতে ২৩ চীনা নাগরিকের করোনা শনাক্ত

নীলফামারীতে ২৩ চীনা নাগরিকের করোনা শনাক্ত

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর উত্তরা ইপিজেডের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ২৩ চীনা নাগরিকসহ জেলায় নতুন করে ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮১ জনে।

শনিবার (১৮ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ জেলায় নতুন করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৩ জন চীনা নাগরিক রয়েছেন। যারা উত্তরা ইপিজেডের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

তিনি আরও জানান, নীলফামারীতে এ নিয়ে মোট ৫৫ জন চীনা নাগরিক করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৩ জন, ভেনচুরা লেদারওয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানির ২ জন, এভারগ্রীন প্রোডাক্টস কোম্পানির ২৫ জন ও কর্ড (বিডি) লিমিটেডের ৫ জন কর্মকর্তা রয়েছেন।

প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় মোট ৫৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৩২ জন। আর মারা গেছেন ৯ জন।