প্রচ্ছদ সারাদেশ চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম দিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার

চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম দিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার

মানিকগঞ্জ সংবাদদাতা :

মানিকগঞ্জে চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য থার্মাল স্ক্যানার প্রদান করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

রোববার বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দের হাতে এসব সাগ্রমী তুলে দেন তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, সহকারী পুলিশ সুপার মো: হামিদুর রহমান সিদ্দিকী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের জন্য ৫০টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জন্য ২০টি পিপিই প্রদান করা হয়েছে। এছাড়াও ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৭টি থার্মাল স্ক্যানার দেয়া হয়েছে। সেই সঙ্গে হ্যান্ড গ্লাভস ও মাস্ক প্রদান করা হয়েছে।