প্রচ্ছদ খেলাধুলা চার পরিবর্তন নিয়ে ফিল্ডিং করছে বাংলাদেশ

চার পরিবর্তন নিয়ে ফিল্ডিং করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে সব শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড। পয়েন্ট টেবিলের সেরা হয়ে টাইগাররা আগেই পৌঁছে গেছে ফাইনালে। সেখানে দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ অপেক্ষা করছে মাশরাফি বিন মুর্তজাদের জন্য।

বুধবার ডাবলিনে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আইরিশরা।তামিম ইকবালের সঙ্গে ওপেন করছেন লিটন দাস। অন্যদিকে মেহেদী হাসান মিরাজের বদলে দলে জায়গা করে নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে বসিয়ে একজন পেসার বেশি খেলানো হচ্ছে আজ। ইনজুরি কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এদিকে মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে রুবেল হোসেনকে নেয়া হয়েছে একাদশে।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি ও মাছরাঙা টিভি। এছাড়া ইউটিউবে সরাসরি সম্প্রচার করছে র‍্যাবিটহোল বিডি।

আয়ারল্যান্ড দল

পল স্টার্লিং, জেমস ম্যাককালাম, অ্যান্ড্রু বালবার্নি, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), কেভিন ও’ব্রায়েন, গ্যারি উইলসন, মার্ক আডায়ার, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, বয়ড র‌্যানকিন, ব্যারি ম্যাককার্থি ও জশ লিটল।

বাংলাদেশ দল

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, আবু জায়েদ রাহী, রুবেল হোসেন।