প্রচ্ছদ হেড লাইন চারটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন ব্রিটিশ নাগরিকরা

চারটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন ব্রিটিশ নাগরিকরা

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম : 

দেশজুড়ে অঘোষিত লকডাউনের মাঝে চারটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করবেন ব্রিটিশ নাগরিকরা। আগামী ২১ এপ্রিল থেকে ২৬ এপ্রিলের মধ্যে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে এসব ফ্লাইট ছেড়ে যাবে বলে ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে।

এতে বলা হয়েছে, ব্রিটিশ পর্যটক, স্বল্পমেয়াদী দর্শনার্থী এবং তাদের ওপর সরাসরি নির্ভরশীলদের যুক্তরাজ্যে ফেরার জন্য ঢাকা থেকে লন্ডন পর্যন্ত চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে সিলেটে থাকা ব্রিটিশ দর্শনার্থীর জন্যও এই ফ্লাইটের আগে সিলেট থেকে ঢাকায় ফেরার বিকল্প ব্যবস্থা থাকবে।করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিমানের চলাচলে বিধিনিষেধের কারণে বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফেরার জন্য কোনো বাণিজ্যিক ফ্লাইট নেই।

এদিকে, বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমি ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফেরানোর কার্যক্রম শুরু করার ঘোষণা দিতে পেরে খুব আনন্দিত।’