প্রচ্ছদ আজকের সেরা সংবাদ চাঁপাইনবাবগঞ্জে ২২৬বস্তা সরকারি চালসহ আটক ৭

চাঁপাইনবাবগঞ্জে ২২৬বস্তা সরকারি চালসহ আটক ৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর থেকে সরকারি ২২৬বস্তা চালসহ ৭জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (১২ এপ্রিল) দুপুর একটার দিকে মহারাজপুর ইউনিয়নের জোড়াবকুলতলা গ্রামে প্রবাসী মন্টুর বাড়িতে এই অভিযান চালানো হয়।

এ সময় ৫০ কেজি ওজনের ২২৬বস্তা সরকারি চালের বস্তা থেকে বের করে অন্য বস্তায় ভরা হচ্ছিল। ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে ২২৬বস্তা চাল ও বস্তা সেলাই করার মেশিন জব্দসহ ৭জনকে আটক করে।

আটককৃতরা হলেন, চালের মালিক দাবিদার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ফয়েজ উদ্দিনের ছেলে মেশবাহুল ও গণকা গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল। আর শ্রমিকরা হচ্ছেন, আব্দুল খালেক, কামাল, রেনু, আবু বাক্কার ও মেহেদি।

চালের মূল মালিক মহারাজপুরের কামাল ও আমনুরার বাবু পলাতক রয়েছে। তারা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত।

এদিকে এ ঘটনার পরে অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ ওরাউ, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন বলেন, সরকারি চাল মজুদ রাখার অভিযোগে দু’জন মালিককে গ্রেপ্তার দেখিয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে।