প্রচ্ছদ ফটো গ্যালারি চলতি মাসের শুরুতে সক্রিয় আগ্নেয়গিরি কিলাওয়েয়া হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে। জ্বালামুখ দিয়ে...

চলতি মাসের শুরুতে সক্রিয় আগ্নেয়গিরি কিলাওয়েয়া হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে। জ্বালামুখ দিয়ে উদ্‌গিরণ হতে থাকে টগবগে লাল লাভা, ছাই, ধোয়ার কুণ্ডলী আর গ্যাস। এখনো অগ্ন্যুৎপাত বন্ধ হয়নি। আগ্নেয়গিরি থেকে বের হওয়া লাভার ছবি তুলছেন হাওয়াই ন্যাশনাল গার্ডের এক সদস্য। লেইলানি এস্টেট, পাহোয়া, হাওয়াই, যুক্তরাষ্ট্র, ২৯ মে। ছবি: রয়টার্স