প্রচ্ছদ সারাদেশ চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প

চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনভুত হয়েছে। এই ভুমিকম্পনের রিখটার স্কেলের মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি ভারতের মিজোরাম সীমান্ত থেকে উৎপত্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটি প্রায় ২০ সেকেন্ড স্থায়ী ছিলো।

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত আবহাওয়া দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম মহানগরী ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রাথমিক কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের দক্ষিণ খাওবুং থেকে ৪ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৪।

ভূমিকম্পের আঘাত বাংলাদেশ ছাড়াও ভারত ও মিয়ানমারে অনুভূত হওয়ার তথ্য জানিয়েছে সংস্থাটি। তবে কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে কোন বিস্তারিত তথ্য জানা যায়নি।