প্রচ্ছদ আজকের সেরা সংবাদ গ্রেফতার করা হলো কোটা আন্দোলনের নেতা রাশেদকে

গ্রেফতার করা হলো কোটা আন্দোলনের নেতা রাশেদকে

রাজধানীর শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খাঁনকে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় রাশেদ খাঁনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খাঁনকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে গেছে বলে অভিযোগ ওঠে।

রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে তার মিরপুরের বাসা থেকে তাকে তুলে নেয়া হয়।

কোটা আন্দোলনের কেন্দ্রীয় নেতা ফারুক হাসান জানান, মিরপুর-১৪ এর মজুমদার মোড়ের ১২ নম্বর বাসা থেকে তাকে তুলে নেয়া হয়। রাশেদকে তুলে নিয়ে গেছে ডিবি। আমরা ডিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

এর আগে সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিলে সরকারি ঘোষণা বাস্তবায়ন না করায় শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগমুহূর্তে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল্লাহ নূরসহ সাত শিক্ষার্থী আহত হন।

এদিকে সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রোববার থেকে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন এবং অবরোধ কর্মসূচি চলছে।