প্রচ্ছদ সারাদেশ ময়মনসিংহ বিভাগ গৌরীপুরে মুক্তিযোদ্ধা ও সন্তানদের জেল হত্যা দিবস পালন

গৌরীপুরে মুক্তিযোদ্ধা ও সন্তানদের জেল হত্যা দিবস পালন

দিলীপ কুমার দাস (গৌরীপুর, ময়মনসিংহ):ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা এবং পৌর শাখার যৌথ উদ্যোগে শনিবার (৩ নভেম্বর) বিনম্র শ্রদ্ধায় জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল শোক র‌্যালি, স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,নব নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা ও দোয়া-মাহফিল। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল হীরার সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ফারহানা করিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহম্মদ আজাদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন আহাম্মদ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম.নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ, গৌরীপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি প্রমুখ। এতে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, গিয়াস উদ্দিন, নিজাম উদ্দিন চিশতী, মঞ্জুরুল হক, আব্দুর শহিদ,কাজিম উদ্দিন,আব্দুল কাদির, আব্দুল মান্নান, আব্দুস সাত্তার, হাবিবুল্লাহ,গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সহ সভাপতি আলী উসমান তুহিন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান,পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সেকান্দর আলী, বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, ২নং গৌরীপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হান্নান,ডৌহাখলা ইউনিয়ন শাখার সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক শিপন মিয়া, সদস্য ইসমত আরা রানু, রিংকু চন্দ্র, আজাহারুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা
রেজাউল করিম, সাবেক ছাত্রলীগ নেতা উমর ফারুক প্রমুখ।