প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ গাংনীর গাড়াঁডোব মাধ্যমিক বিদ্যালেয়র প্রধান শিক্ষক নিয়োগ আবারো স্বগিত

গাংনীর গাড়াঁডোব মাধ্যমিক বিদ্যালেয়র প্রধান শিক্ষক নিয়োগ আবারো স্বগিত

গাংনী প্রতিনিধি,২২ ডিসেম্বর১৮:তোপের মুখে গাংনী উপজেলার গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা ২য় বারের মত স্থগিত করা হয়েছে। এ নিয়োগে বিদ্যালয়ের সভাপতি গোলাম সারোয়ার টোকনের বিরুদ্ধে অর্থ বানিজ্য উঠায় এ নিয়োগ বানিজ্য স্থগিত করা হয় বলে জানা গেছে। তবে এ নিয়োগ পরীক্ষা আবারো নেওয়ার জন্য মেহেরপুরের এক জনপ্রতিনিধি এবং ডিজির প্রতিনিধি মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা আক্তারের কাছে দৌড়ঝাপ শুরু করেছে গোলাম সারোয়ার টোকন। গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের একজন সদস্য বলেন, অনিয়োমের অভিযোগ তুলে আব্দুল গনি নামের অপর এক সদস্য সভাপতি সরোয়ার হোসেন টোকন সহ আরও ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন। তবুও ক্ষমতার দাপটে ১০ লক্ষ টাকার বিনিময়ে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা খাতুনকে নিয়োগের পায়তারা করছে গোলাম সারোয়ার টোকন। (২১ ডিসেম্বর) শুক্রবার গোপনে মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়োগ দেয়ার লক্ষ্যে পরীক্ষা নিতে চেষ্টা চালালে আবেদনকারী শিক্ষকবৃন্দ অভিযোগ জানালে নিয়োগ স্থগিতাদেশ দেয়া হয়। প্রধান শিক্ষক পদে আবেদনকারী কয়েকজন জানান, গোপনে প্রার্থীদের নোটিশ না করে অজান্তে নিয়োগ দেয়ার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। পছন্দের লোককে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেয়ার পায়তারা করলেও অভিযোগের কারণে সেই নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন মেহেরপুরের জেলা শিক্ষা অফিসারের নিয়োগ প্রাপ্ত নিয়োগ বোর্ডের প্রধান সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা আক্তার। সভাপতি গোলাম সারোয়ার টোকন ক্ষমতার দাপটে প্রধান শিক্ষক নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছে। কর্তৃপক্ষকে বিপুল পরিমান টাকার বিনিময়ে আগামী ২৫ ডিসেম্বর আবারও নিয়োগ দেয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এব্যাপারে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার জানান, আমি ঢাকায় অবস্থান করছি। আমার অবর্তমানে নিয়োগ দিতে পারেন না। মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা খাতুন জানান, আমি জেলা শিক্ষা অফিসারের নির্দেশে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিই। শুক্রবার গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত না থাকায় আমি নিয়োগ স্থগিত করেছি। আমি কোন পক্ষের লোক নই দলমতের উর্দ্ধে উঠে নিয়োগ দিতে চেয়েছি। পরবর্তীতে বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়ার কারণে আপাতত নিয়োগ স্থগিত রেখেছি। এ ব্যপারে সভাপতি গোলাম সারোয়ার টোকন বলেন,টাকা নেওয়া বিষয় সত্য নয়।