প্রচ্ছদ সারাদেশ গণপরিবহনে যাত্রী সেবা তদারকি করতে মাঠে নেমেছে মানিকগঞ্জ জেলা পুলিশ

গণপরিবহনে যাত্রী সেবা তদারকি করতে মাঠে নেমেছে মানিকগঞ্জ জেলা পুলিশ

মানিকগঞ্জ :
দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা মেনে গণপরিবহনে যাত্রী সেবা তদারকি করতে মাঠে নেমেছে জেলা পুলিশ মানিকগঞ্জ।

এরই অংশ হিসেবে ০১ জুন সোমবার ঢাকা-আরিচা মাহসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জেলা পুলিশের সদস্যরা গণপরিবহনে যাত্রী চলাচলের সরকারি নির্দেশনা সঠিকভাবে প্রতিপালন হচ্ছে কিনা তা পর্যবেক্ষন করেন।

এছাড়াও সরকারি নির্দেশনা মোতাবেক পরিবহন মালিক সমিতির কার্যক্রম তদারকি করেন তারা। ঢাকা-আরিচা মহাসড়কে প্রতিটি বাসের যাত্রীদের স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য জেলা পুলিশ মানিকগঞ্জ কর্তৃক বিভিন্ন দিক-নির্দেশনাও প্রদান করা হয়।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা মেনে গণপরিবহনে যাত্রী পরিবহনের বিষয়টি জেলা পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। স্বাস্থ্য বিধি উপেক্ষা করে কোন গণপরিবহন যাত্রী বহন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।