প্রচ্ছদ আজকের সেরা সংবাদ খুলে দেয়া হচ্ছে মক্কার সকল মসজিদ

খুলে দেয়া হচ্ছে মক্কার সকল মসজিদ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনাভাইরাসের কারণে তিন মাস বন্ধ থাকার পর আগামী রোববার থেকে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর দেড় হাজারের বেশি মসজিদ পুনরায় খুলে দেয়া হচ্ছে।

গত মাসের শেষদিকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পরিকল্পনার অংশ হিসেবে মক্কা ছাড়া সৌদি আররের মসজিদগুলো পুনরায় পর্যায়ক্রমে চালু হয়েছিল।

রোববার মক্কার প্রায় এক হাজার ৫৬০টি মসজিদ ফজরের নামাজ থেকে আবারো খুলে দেয়া হবে।

সৌদি আররের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের মক্কা শাখার ব্যবস্থাপনায় মসজিদগুলো পুনরায় চালু করার জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রত্যেককে নিজস্ব জায়নামাজ নিয়ে আসা ও দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করার কথা বলা হয়েছে।

ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে লকডাউনে কারণে বন্ধ থাকা মসজিদগুলো জীবাণুমুক্তকরণসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছে।

স্বেচ্ছাসেবকরা মক্কার মসজিদগুলোতে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে কার্পেটগুলোতে নির্দিষ্ট দূরত্বে চিহ্ন দেয়া হয়েছে যাতে নামাজ আদায়ে নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে। গালফ নিউজ