প্রচ্ছদ আজকের সেরা সংবাদ খাশোগি হত্যার ঘটনায় ৮ জনকে সাজা দিলো সৌদি আরব

খাশোগি হত্যার ঘটনায় ৮ জনকে সাজা দিলো সৌদি আরব

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় আটজনকে সাজা দিয়েছে সৌদি আরব। সোমবার দেশটির সরকারি কৌঁসুলি ওই আটজনের সাজা ঘোষণা করেন। খবর মিডল ইস্ট আইয়ের।

কৌঁসুলি জানিয়েছে, ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণে পাঁচজনকে ২০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। অপর তিন আসামিকে ৭ থেকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
সরকারি কৌঁসুলির বরাত দিয়ে সৌদির আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই রায়ই চূড়ান্ত এবং এটা বাস্তবায়ন করতে হবে।
এর আগে গত মে মাসে খাশোগির ছেলেরা জানায়, তারা তাদের বাবার হত্যাকারীদের ‘ক্ষমা’ করে দিয়েছেন। এর কয়েক মাসের ব্যবধানে এই রায় এলো।
২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট থেকে নিখোঁজ হন খাশোগি। তুরস্কের কর্তৃপক্ষ পরে জানায়, সৌদি হত্যাকারীদের একটি টিম কনস্যুলেটের ভেতরেই খাশোগিকে হত্যা করেছে।
কিন্তু এখনও পর্যন্ত খাশোগির মৃতদেহ বা অবশিষ্টাংশ পাওয়া যায়নি। ধারণা করা হয়, খাশোগির দেহ পুড়িয়ে ফেলা হয়েছে।