প্রচ্ছদ খেলাধুলা ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ওয়ার্নার

ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ওয়ার্নার

ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ টেস্ট সিরিজে স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়তে হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে নিজের ডেরায় ফিরে পাকিস্তানের বিরুদ্ধে এবার স্বমহিয়ায় ডেভিড ওয়ার্নার। অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন বাঁ-হাতি।

অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নামে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তবে দিবা-রাত্রির এই টেস্টের আলো পুরো নিজের দিকে নিয়ে যান ওয়ার্নার। আগের দিন ১৬৬ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় দিনও আক্রমণাত্মক ব্যাটিংয়ে সপ্তম অজি ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরির দেখা পান।

৩৮৯ বলে ওয়ার্নার এই মাইলফলক স্পর্শ করেন। প্রথম দিনে ১২৬ রানে অপরাজিত থাকা মার্নাস লাবুশানে অবশ্য এদিন ১৬২ করার করা শহীন শাহ আফ্রিদির বলে আউট হন। এছাড়া স্টিভেন স্মিথ নেমে খুব একটা সুবিধে করতে পারেননি। ৩৬ করে সেই আফ্রিদির বলেই বিদায় নেন।

দলীয় ৫৮৯ রানে ইনিংস ঘোষণা করায় ৩৩৫ রানেই অপরাজিত হয়ে মাঠ ছাড়তে হল ওয়ার্নারকে। এতে বেঁচে গেল ব্রায়ান লারার সেই রেকর্ডও।