প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ কোনাবাড়ী ও চন্দ্রা ফ্লাইওভার উদ্বোধন

কোনাবাড়ী ও চন্দ্রা ফ্লাইওভার উদ্বোধন

মোঃ আতাউল গনি, গাজীপুর সদর প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী আজ বেলা ১১ ঘটিকায় গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  দেশের উত্তরাঞ্চলে যাওয়ার অন্যতম প্রধান মহাসড়কে দুটি ফ্লাইওভার ও চারটি আন্ডারপাস উদ্বোধন করেন। উত্তরাঞ্চলে যাতায়াতাকারী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহন চালক ও যাত্রীদের অনেক দিনের প্রত্যাশা পূরণ হলো আজ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে উত্তরবঙ্গের ১৬টি জেলাসহ ২৬টি জেলার ৯০টি রুটের বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। দেশের ব্যস্ততম এই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ২০১৩ সালে দুই লেনের এই মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পে দুটি সার্ভিস লেন, ২৯টি নতুন ব্রিজ, চারটি ফ্লাইওভার ও ১৪টি আন্ডারপাস সংযুক্ত রয়েছে।