প্রচ্ছদ আর্ন্তজাতিক কেনিয়ায় জিম্মি অবস্থার সমাপ্তি, ১৪ জন নিহত

কেনিয়ায় জিম্মি অবস্থার সমাপ্তি, ১৪ জন নিহত

অবশেষে ১৯ ঘণ্টা পর কেনিয়ায় জিম্মি দশার অবসান হলো। দেশটির রাজধানী নাইরোবিতে একটি বিলাসবহুল হোটেলে হামলা চালানো জঙ্গি গোষ্ঠীর সবাই নিহত হয়েছে। বুধবার কেনিয়ার প্রেসিডেন্ট উহুরো কেনিয়াটার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।দেশটির জাতীয় টেলিভিশন চ্যানেলে দেয়া এক বক্তৃতায় কেনিয়াটা জানান, আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর হামলায় ১৪ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। ওখান থেকে ৭০০ এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।কেনিয়াটা বলেন, ওই হোটেলে নিরাপত্তা বাহিনীর অভিযান শেষ হলো। এতে সব জঙ্গি নিহত হয়েছে। এসব জঙ্গির হাতে আমাদের ১৪ জন নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া আরও বেশকিছু মানুষকে আহত করেছে তারা।এর আগে অবশ্য বলা হয়েছিল, হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। ওই হোটেল থেকে জঙ্গিদের নির্মূল করতে স্পেশাল ফোর্সের সদস্যদের পাঠায় কেনিয়া কর্তৃপক্ষ। অবশ্য সেখানে কতজন হামলাকারী ছিল এ সম্পর্কে কিছুই জানায়নি তারা।প্রসঙ্গত, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে ওয়েস্টল্যান্ডস এলাকায় ওই হামলায় চালায় জঙ্গিরা। এটা কয়েক ঘণ্টা স্থায়ী ছিল বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়।এর আগে ২০১৩ সালে ওয়েস্টল্যান্ডসের কাছাকাছি ওয়েস্টগেট শপিংমলে হামলা চালিয়েছিল আল-শাবাব জঙ্গিরা। ওই হামলায় কমপক্ষে ৬৭ জন নিহত হয়েছিল।