প্রচ্ছদ জাতীয় কৃষি পণ্য পরিবহনে শুক্রবার থেকে চলবে বিশেষ ট্রেন

কৃষি পণ্য পরিবহনে শুক্রবার থেকে চলবে বিশেষ ট্রেন

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশে গণপরিবহন বন্ধ রয়েছে। এ অবস্থায় কৃষকের উৎপাদিত পণ্যসামগ্রী, শাক-সবজি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পরিবহনে সমস্যা দেখা দেয়ায় শুক্রবার (১ মে) থেকে বিশেষ পার্সেল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, যাত্রীবাহী ট্রেন চলাচলের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সবজি ও কৃষিজাত পণ্য পরিবহনের জন্য এই ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। গণপরিবহন যতদিন বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেনও ততদিন বন্ধ থাকবে।

এদিকে রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শুক্রবার থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং যশোর-ঢাকা-যশোর রুটে তিন জোড়া বিশেষ পার্সেল এক্সপ্রেস ট্রেন চলবে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-জামালপুর-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন এই ট্রেন চলাচল করবে। য‌শোর-ঢাকা-য‌শোর রু‌টে সপ্তাহে দুই দিন চলাচল করবে।