প্রচ্ছদ আজকের সেরা সংবাদ কৃষি উৎপাদন অব্যাহত রাখতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে: কৃষিমন্ত্রী

কৃষি উৎপাদন অব্যাহত রাখতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে: কৃষিমন্ত্রী

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনাভাইরাস পরিস্থিতিতে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। বললেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক।

আজ সোমবার মন্ত্রণালয়ে করোনা পরিস্থিতিতে শাকসবজি, বীজ ও সতেজ কৃষিপণ্য বাজারজাতকরণ ও সরবরাহে করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের সাথে অনলাইন সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, শাকসবজি ও পচনশীল কৃষিপণ্যের সরবরাহ নির্বিঘ্ন করার সব ব্যবস্থা নেয়া হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া ত্রাণসামগ্রীতে আলু, সবজি, পেঁয়াজ ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি বিপণন অধিদপ্তর কৃষিপণ্যের ভ্রাম্যমাণ বাজার পরিচালনা শুরু করেছে।

তিনি আরও বলেন, বিআরটিসির ট্রাক ব্যবহার, বিদেশে রপ্তানির জন্য কার্গো ভাড়া, দেশের সুপারশপ খোলা রাখার সময়সীমা বাড়াতে আন্তমন্ত্রণালয় উচ্চপর্যায়ের কমিটি গঠনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম অব্যাহত রয়েছে।সাধারণ ছুটির সময় খাদ্য সরবরাহ নিশ্চিতকরণে আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখতে সার্বক্ষণিক উদ্ভিদ সংগনিরোধ কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখা হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী।