প্রচ্ছদ সারাদেশ কৃষকের ২ বিঘা জমির ধান কেটে দিল সিংগাইরের জয়মন্টপ ইউপি ছাত্রলীগ

কৃষকের ২ বিঘা জমির ধান কেটে দিল সিংগাইরের জয়মন্টপ ইউপি ছাত্রলীগ

মানিকগঞ্জ:
করোনাভাইরাসের প্রভাবে মানিকগঞ্জে ধান কাটা শ্রমিক সংকটের এ সময়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে মানিকগঞ্জে সিংগাইর উপজেলা জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগ। তারা দরিদ্র কৃষকদের ক্ষেতের পাকা ধান কেটে দিচ্ছেন।

মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জনাব মমতাজ বেগমের নির্দেশে জয়মন্টপ ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ শাহাদাৎ হোসেন এবং সিংগাইর উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুর অনুপ্রেরণায় জয়মন্টপ ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে দিয়েছে।

জানা গেছে,জয়মন্টপ ইউনিয়নের খানবানিয়ারা গ্রামের কৃষক মোঃ সোহরাব হোসেন এর ২ বিঘা জমির পাকা ধান বৃষ্টির পানিতে প্রায় তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ফলে উক্ত কৃষকের অনুরোধে জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান খান এর নেতৃত্বে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফিরুজ কবীরসহ অন্যান্য নেতা-কর্মীদের সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমে সুপরিকল্পিত ভাবে পাকা ধান কেটে কৃষক সোহরাব হেসেনের বাড়ীতে পৌছিয়ে দেয়া হয়।

জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান খান বলেন,‘করোনার প্রভাবে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। কৃষকরা সময়মতো ধান কেটে ঘরে তুলতে না পারলে ক্ষেতেই ধান নষ্ট হয়ে যাবে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের ধান কেটে দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় আমরা এলাকার দরিদ্র কৃষকের ধান কেটে দিলাম।’ যত দিন পর্যন্ত এ এলাকায় খেতে ধান থাকবে তত দিন নেতা-কর্মীদের নিয়ে তা কেটে দেবেন বলেন জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, জয়মন্টপ ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফিরুজ কবীর, সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাগর শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান যাবের,তাজুল, আরাফাত সহ অনেকে ।