প্রচ্ছদ সারাদেশ কুষ্টিয়ায় মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা    

কুষ্টিয়ায় মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা    

সুজন কুমার কর্মকার, কুষ্টিয়া :

কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় বিসমিল্লাহ ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ ও বিক্রির দায়ে ফার্মেসি মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার  দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ও রিজু তামান্না ভ্রাম্যমাণ অভিযানের নেতৃত্ব দেন।

জানা যায়, শহরের ছয় রাস্তার মোড়ে অবস্থিত বিসমিল্লাহ ফার্মেসির মালিক দীর্ঘদিন ধরে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রি করে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই ফার্মেসির মালিক আশরাফুল হক (৩০) কে ঔষধ আইন ১৯৪০ এর ১৮(ক) এর ২৭ ধারা মোতাবেক ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্ত ফার্মেসি মালিক আশরাফুল হক কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ি এলাকার সিরাজুল হকের ছেলে।