প্রচ্ছদ আর্ন্তজাতিক কিমের সঙ্গে নিরস্ত্রীকরণ চুক্তিতে তাড়াহুড়া চান না ট্রাম্প

কিমের সঙ্গে নিরস্ত্রীকরণ চুক্তিতে তাড়াহুড়া চান না ট্রাম্প

পরমাণু ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েে আছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে চুক্তি করতে তাড়াহুড়া করতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে যোগ দিতে সোমবার ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তার বিশ্বাস তিনি কিমের চোখে চোখ রেখে দেখেছিলেন যে ‘তারা অত্যন্ত ভালো একটি সম্পর্ক উন্নয়ন করছেন।’

তিনি বলেন, ‘আমার তাড়াহুড়া নেই। আমি কাউকে তাড়া দিতেও চাই না। আমি কেবল কোনো পরীক্ষা চাই না। যতদিন পরীক্ষা বন্ধ থাকবে, আমরা ততদিন খুশি থাকব।’

উল্লেখ্য, আট মাস আগে সিঙ্গাপুরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে বৈঠক হয়েছিল। আগামী বুধ ও বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্প-উনের দ্বিতীয় দফার বৈঠক হতে যাচ্ছে।