প্রচ্ছদ জাতীয় কিট ও পিপিই আনতে চীনে যাচ্ছে বিমান বাহিনীর উড়োজাহাজ

কিট ও পিপিই আনতে চীনে যাচ্ছে বিমান বাহিনীর উড়োজাহাজ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম : 

চীন থেকে করোনাভাইরাস শনাক্তকারী কিট ও পিপিইসহ চিকিৎসা সহায়ক সামগ্রী আনতে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ জে উড়োজাহাজ যাত্রা করবে শুক্রবার (১৭ এপ্রিল)।

বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে চীন হতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি সংগ্রহ করবে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশ্যে চট্রগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করবে। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মো. জাহিদুর রহমান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য যে, সি-১৩০জে বিমানটি চীন যাত্রার উদ্দেশে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকা হতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্রগ্রাম এসে পৌঁছায়। মিশন সুসম্পন্ন করার জন্য বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।