প্রচ্ছদ আর্ন্তজাতিক কাবুলে বন্দুকধারীদের হামলায় নিহত ৪৫

কাবুলে বন্দুকধারীদের হামলায় নিহত ৪৫

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সরকারি ভবনে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো অনেক মানুষ। স্থানীয় সময় সোমবার রাতে ওই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ওই ঘটনায় নিহতের সংখ্যা ৪৫ হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। গুরুতর আহত হয়েছেন ২৫ জন।

নিহতদের বেশিরভাগই সরকারি কর্মচারী বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সোমবার রাতে গণপূর্ত মন্ত্রণালয়ের সামনে এসে হামলাকারীরা শুরুতেই আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। পরে বন্দুকধারীরা ভবনের ভেতর কর্মচারীদের জিম্মি করে রাখে। হামলাকারীদের সঙ্গে দীর্ঘ সাত ঘণ্টা বন্দুকযুদ্ধের পর সরকারি ভবনটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।

বন্দুকযুদ্ধে তিন হামলাকারী নিহত হয়েছে বলে জানানো হয়। বন্দুকযুদ্ধ শেষ হওয়ার পরই এক পুলিশ সদস্যসহ ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিহতের সংখ্যা পরে ৪৫-এ দাঁড়ায়। এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।