প্রচ্ছদ খেলাধুলা কাতার বিশ্বকাপে দৈনিক চার ম্যাচ

কাতার বিশ্বকাপে দৈনিক চার ম্যাচ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

দুই বছরের মতো বাকি আছে কাতার বিশ্বকাপ শুরু হতে। তার আগে সকল কার্যক্রম শেষ করতে হবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা-কে।

এরিমধ্যে আজ বুধবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, গ্রুপ পর্বে প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়াও জানিয়েছে ফাইনাল ম্যাচের ভেন্যু ও উদ্বোধনী ম্যাচের ভেন্যুর নাম। ইতোমধ্যে বিশ্বকাপকে ঘিরে দেশটির অবকাঠামো উন্নয়নের ৯০ শতাংশ সম্পন্ন বলে জানিয়েছেন বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের।

ফিফা জানিয়েছে, সবগুলো ভেন্যু কাছাকাছি হওয়ায় বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখতে পারবে সমর্থকরা।আগামী ২১ নভেম্বর ২০২২, উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৬০ হাজার দর্শক ক্ষমতাসম্পন্ন আল-বাইত স্টেডীয়ামে। এছাড়া ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ হবে ৮০ হাজার দর্শক সম্পন্ন লুসাইল স্টেডিয়ামে।

দৈনিক ১১ ঘণ্টায় যে চারটি ম্যাচ হবে দৈনিক তার প্রথম ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায় আর দিনের শেষ ম্যাচ শুরু হবে রাত ১০টায়।মহামারি করোনাভাইরাসের কারণে থেমে থাকা এশিয়া অঞ্চলের বাচাই পর্বের ম্যাচ শুরু হবে অক্টোবরে। এই পর্ব শেষে হবে।