প্রচ্ছদ আজকের সেরা সংবাদ কাজে পাঠানোর আগে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিতে হবে : তথ্যমন্ত্রী

কাজে পাঠানোর আগে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিতে হবে : তথ্যমন্ত্রী

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখযোদ্ধা গণমাধ্যমকর্মীদের কাজে পাঠানোর আগে অবশ্যই তাদের পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রতিষ্ঠান মালিকদের দিতে হবে।  

মঙ্গলবার (১২ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

হাছান মাহমুদ বলেন, সাংবাদিকরা করোনাভাইরাস মোকাবিলায় সম্মুখযোদ্ধা। প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানপ্রধানের প্রতি আমার বিনীত অনুরোধ, গণমাধ্যমকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী দিয়ে তারপর কাজে পাঠাবেন। তা না করা হলে করোনায় আক্রান্ত হওয়ার শঙ্কা থেকে যায়।

মন্ত্রী এ সময় করোনাভাইরাস মোকাবিলায় সম্মুখযোদ্ধা হিসেবে চিকিৎসক-নার্স, পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যমকর্মী ও দায়িত্ব পালনরত সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে সম্প্রতি প্রয়াত তিন সাংবাদিকের আত্মার শান্তি কামনা ও করোনায় আক্রান্ত প্রায় একশ’ সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা করেন।