প্রচ্ছদ আজকের সেরা সংবাদ করোনা পরীক্ষার জন্য নমুনা দিলেন আরও ৪৫ জন এমপি

করোনা পরীক্ষার জন্য নমুনা দিলেন আরও ৪৫ জন এমপি

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে অন্যরাও আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে পড়েছেন। এ অবস্থায় সব সংসদ সদস্যের করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার উদ্যোগ নিয়েছে সংসদ সচিবালয়।

শনিবার (২০ জুন) ২০ জন সংসদ সদস্যের করোনা পরীক্ষা করা হয়। তবে তারা প্রত্যেকেই নেগেটিভি হয়েছেন। আজ রোববার (২১ জুন) আরও ৪৫ জন এমপির নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবারও নমুনা সংগ্রহ করা হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সম্প্রতি সংসদে অংশ নেয়া একাধিক সংসদ সদস্যসহ ১৫ জন এমপি ও মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় অধিবেশনের আগামী দিনগুলোতে যে সব এমপি অংশ নেবেন তাদের তালিকা করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী নির্ধারিত এমপিদের করোনার নমুনা নেয়া হচ্ছে।

সংসদের চলতি বাজেট অধিবেশন আর  চার কার্যদিবস চলবে। এই সময়ে মাঝে পর্যায়ক্রমে অংশ নেবেন  ১৭০ জন এমপি। এক কার্যদিবসে এই সংখ্যা ৮০ জনের মতো হবে। এই তালিকা ধরে প্রত্যেককে পরীক্ষা করা হচ্ছে।

এদিকে সংসদ সচিবালয় ও সংসদ ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও করোনায় আক্রান্ত হচ্ছেন। এরইমধ্যে ৯৪ জন কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই আইসোলেশনে আছেন।