প্রচ্ছদ হেড লাইন করোনা ঠেকাতে চীনের দেয়া চিকিৎসা সামগ্রী দেশে আসলো

করোনা ঠেকাতে চীনের দেয়া চিকিৎসা সামগ্রী দেশে আসলো

কভিড মোকাবিলায় বাংলাদেশের জন্য ১০ হাজার কিট, ১০ হাজার পিপিই ও ১ হাজার তাপ মাপার যন্ত্র পাঠিয়েছে চীন। কুনমিং থেকে আসা চীনের একটি কার্গো উড়োজাহাজ এসব সরঞ্জাম নিয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হ’জরত শাহ’জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বেসাম’রিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিমানবন্দরে এসব সরঞ্জাম চীনা দূতাবাসের কর্মক’র্তারা বাংলাদেশের কর্তৃপক্ষকে হস্তান্তর করেন।

এর আগে চীনা দূতাবাসের এক কর্মক’র্তা জানান, তারা কভিড প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী সহায়তা দিচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশে এসব সামগ্রী আসছে।

ভালবাসার নিদর্শন হিসেবে দেয়া চিকিৎসা সামগ্রীর প্যাকে’টের গায়ে লেখা আছে একটি কবিতার লাইন। চীনা ও বাংলা অক্ষরে- ‘ভালবাসার নৌকা পাহাড় বাইয়া চলে।’ এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে দুই হাজার কিট ও চিকিৎসা সামগ্রী দিয়েছিল।

কভিড মোকাবিলায় চীনকেও বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ। দেশে তৈরি এসব সামগ্রীর মধ্যে ছিল হ্যান্ডগ্লাভস, ফেসমাস্ক, মা’থার ক্যাপ, হ্যান্ড স্যানিটাইজার, সু কভা’র এবং গাউন।