প্রচ্ছদ খেলাধুলা করোনা জটিলতায় এশিয়া কাপ

করোনা জটিলতায় এশিয়া কাপ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

‘কোথাও কেউ নেই’, দুনিয়ার বর্তমান পরিস্থিতিকে এক লাইনে এরচেয়ে ভালো ভাবে বিশ্লেষণ করা হয়তো সম্ভব না। গলিতে আড্ডা নেই, রাস্তার মানুষ নেই, মাঠে উল্লাস নেই। এত নাই এর ভিড়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময়টাও হারিয়ে গেছে।

এই যেমন সব স্বাভাবিক থাকলে এখন ক্রিকেট সমর্থকদের আলোচনার হট টপিক হতো আসন্ন এশিয়া কাপ। ভেন্যু নিয়ে টেবিল যুদ্ধ, দর্শকদের প্রত্যাশা, পাক–ভারত ক্রীড়া রাজনীতি ছড়াত উত্তাপ। তবে করোনাভাইরাসের কারণে তার ছিটেফোঁটাও এখন নেই। এমনকি এশিয়া কাপ যে বাতিলের খাতায় চলে যাচ্ছে তার খবরও রাখছে না কেউ।এবারের এশিয়া কাপ আয়োজনের কথা ছিল পাকিস্তানে। ভারতের আপত্তিতে শুরু হয় বিকল্প ভেন্যু নিয়ে পরিকল্পনা। ভেন্যু হিসেবে প্রথম পছন্দ আরব আমিরাত হলেও তালিকায় ছিল বাংলাদেশের নাম। সেসব পুরনো খবর।এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান এহসান মানি জানিয়েছেন, করোনা পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বাতিল হতে পারে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসর।‘এশিয়া কাপ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ব্যাপারটা সংশয় আছে। গোটা বিশ্ব এখন অনিশ্চয়তার মধ্যে আছে। আগামী সেপ্টেম্বরে কী হবে আমরা কিন্তু কেউ বলতে পারছি না। অনেক কিছু বিষয় আছে, যার ওপর নির্ভর করবে এশিয়া কাপের ভাগ্য। হয়তো মাস খানেকের মধ্যে পরিস্থিতি আরও পরিষ্কার হবে।’সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ঠিক পরেই অস্ট্রেলিয়ায় আয়োজিত হবার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেট অস্ট্রেলিয়া যেকোনো মূল্যে বিশ্বকাপ আয়োজন করতে চাইলেও পরিস্থিতি বিবেচনায় সম্ভাবনা আছে আসন্ন কুড়ি ওভারী বিশ্বকাপ বাতিলেরও।