প্রচ্ছদ আজকের সেরা সংবাদ করোনা চিকিৎসায় দেশে প্রথম প্লাজমা দিলেন করোনাজয়ী দুই চিকিৎসক

করোনা চিকিৎসায় দেশে প্রথম প্লাজমা দিলেন করোনাজয়ী দুই চিকিৎসক

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্লাজমা (রক্তরস) সংগ্রহ শুরু হয়েছে। 

প্রথমেই প্লাজমা দিয়েছেন করোনাজয়ী দুই চিকিৎসক।শনিবার (১৬ মে) বেলা সোয়া ১১টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় প্লাজমা সংগ্রহের উদ্বোধনের পর ওই দুই চিকিৎসকের প্লাজমা নেয়া হয়।

এ দুই চিকিৎসক হলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. দিলদার হোসেন বাদল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ডা. রওনক জামিল পিয়াস। অবশ্য মিটফোর্ডের ডা. হাছিবুল ইসলামও প্লাজমা দিতে আসেন, তবে তারটা নেয়া সম্ভব হয়নি।