প্রচ্ছদ বিশেষ প্রতিবেদন করোনা কালে বেওয়ারিশ পশুদের পাশে ”বন্ধুজন মানিকগঞ্জ’

করোনা কালে বেওয়ারিশ পশুদের পাশে ”বন্ধুজন মানিকগঞ্জ’

স্টাফ রিপোর্টারকরোনার ভয়াল রুপ আস্তে আস্তে প্রকাশ পাওয়ায় দেশ জুড়ে চলছে টানা ১৪ দিনের কঠোর লকডাউন। মানিকগঞ্জে অবশ্য আগে থেকেই লকডাউন চলছে। ঘরবন্দি মানুষের মত বেওয়ারিশ পশু-পাখিরাও এসময় খারাপ অবস্থায় দিনাতিপাত করছে। খাদ্যাভাবে নিরীহ প্রাণীগুলোর কথা যখন আমরা ভাবিই না, তখন দৈনিক দেশের কন্ঠ পাঠক ফোরাম বন্ধুজন মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানিকগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে বেওয়ারিশ কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। সংগঠনের সভাপতি মোঃ জুলহাস, সাধারণ সম্পাদক স্যামসন সুপ্রিয় জামান ও অর্থ-সম্পাদক সুদিপ্ত লাল দাস আজ শহরের গঙ্গাধরপট্টি চৌরাস্তা এলাকা থেকে এই কর্মসূচী অভিযান উদ্বোধন করেন।  

এসময় সংগঠনের সভাপতি মোঃ জুলহাস বলেন- ”আমাদের মত রাস্তার পশু গুলোও করোনা কালিন এই সময়ে বিপদে আছে। তাদের ব্যাপারেও আমাদের ভাবতে হবে”। সাধারণ সম্পাদক স্যামসন সুপ্রিয় জামান বলেন- ”আমরা আমাদের এই কর্মসূচী অব্যাহত রাখতে চাই। সমাজের উচ্চ শ্রেণীর মানুষগুলো এগিয়ে আসবে আশা করি”। অর্থ-সম্পাদক সুদিপ্ত লাল দাস বলেন- ”করোনার এই সময়ে বোবা প্রানীদের নিয়েও আমাদের ভাবতে হবে”।

Like

Comment